নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৪ নভেম্বর ২০২৪

বন্দরে প্রতিপক্ষের হামলায দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধাসহ আহত ৩  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০০, ১৩ নভেম্বর ২০২৪

বন্দরে প্রতিপক্ষের হামলায দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধাসহ আহত ৩  

বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধা  আনোয়ার খান (৫৫) ও তার স্ত্রী শিল্পী বেগম (৪৫)কে হত্যার উদ্দেশ্যে  বেদম ভাবে পিটিয়ে  জখম করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে আহত শিল্পী বেগম বাদী হয়ে হামলাকারি লেডি সন্ত্রাসী রেজিয়া খাতুন তার ছেলে ফিরোজ, রিপন, শিপন মেয়ে জিয়াসমিন, নার্গিস, ও একই এলাকার শিপন মিয়ার ছেলে লিয়নসহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার মাহমুদনগর এলাকার আনোয়ার খানের স্ত্রী শিল্পী বেগমের সাথে একই এলাকার মৃত সদরুল আলমের স্ত্রী রেজিয়া খাতুনের সাথে দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল।

পুর্ব বিরোধের জের ধরে গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টায় মাহমুদনগর এলাকায় লেডি সন্ত্রাসী রেজিয়া খাতুনসহ উল্লেখিতরা দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে শিল্পী বেগম ও তার স্বামী দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার খানকে অকথ্য ভাষায় গালাগালি করে।

ওই সময় শিল্পী বেগম উল্লেখিতদের গালাগালি করে নিষেধ করলে ওই সময় প্রতিপক্ষ রেজিয়া খাতুন ও তার ছেলে ফিরোজ মিয়া দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার খানকে হত্যার উদ্দেশ্যে চাপাতি উল্টা পাশ দিয়ে ও লাঠিসোটা দিয়ে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে।

ওই সময় শিল্পী বেগম তার প্রতিবন্ধী স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় সন্ত্রাসী ফিরোজ ও লিয়ন শিল্পী বেগমকে শ্লীতাহানী করে  তাকেও বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। আমাদের চিৎকারে শব্দ পেয়ে আমার ছেলে ইব্রাহিম খান ইমন ঘটনাস্থলে আসলে ওই সময় তাকেও বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে।

ওই সময় সকল হামলাকারিরা আমার বাড়িতে অনাধিকার প্রবেশ করে  ১ ভরি ৪ আনা ওজনের স্বর্ণের চেইন ও ৬ আনা ওজনের স্বর্নের কানের দুল ও বিভিন্ন আসভাবপত্র ভাংচুর করে আরো ১০ হাজার টাকা ক্ষতি সাধন করে পালিয়ে যায়।
 

সম্পর্কিত বিষয়: