বন্দরে সারবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ কেঁজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। অভিযান কালে মাদক বহনকৃত ঢাকা মেট্রো ট ২৪-৫৫৭৮ নাম্বারের একটি ট্রাক জব্দ করে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো সুদূর চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তালপট্রি এলাকার মোহাম্মদ আলী মিয়ার ছেলে কোরবান আলী (৪০) একই এলাকার মৃত আবুল কাশেম মিয়ার ছেলে ফিরোজ আলী (২৬) ও রাজশাহী জেলা রাজপাড়া এলাকার রেজাউল করিম মিয়ার ছেলে ফড়িং (২৫)।
গ্রেপ্তারকৃতদের বুধবার (৩০ অক্টোবর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত পৌনে ১১টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে সারবাহী ট্রাক তল্লাশী করে উল্লেখিত গাঁজাসহ এদরেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গাঁজা উদ্ধারের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৭(১০)২৪। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইকবার আহাম্মেদ দীপু জানান, ধৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।
গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর রাফি ফিলিং স্টেশনে সামনে সারবাহী ট্রাকে তল্লাশি করে ২০ কেঁজী গাঁজাসহ উল্লেখিতদের গ্রেপ্তার করা।