নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

বন্দরে গণধোলাই খেয়ে পালালো দারোগা সোহেল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৭, ৪ অক্টোবর ২০২৪

বন্দরে গণধোলাই খেয়ে পালালো দারোগা সোহেল

বন্দরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় জনতার হাতে গণধোলাই খেয়ে হেলমেট রেখে পালিয়েছে পুলিশের এক দারোগা। শুক্রবার (৪ অক্টোবর)  রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের  চরঘারমোড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। 

পলাতক দারোগার নাম মো. সোহেল মিয়া। সে এক সময় বন্দর থানায় কর্মরত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়,দারোগা সোহেল দীর্ঘ দিন ধরে স্থানীয় চরঘারমোড়া এলাকার জনৈক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করে আসছিল। এর ধারাবাহিকতায় ৪ অক্টোবর শুক্রবার ওই নারীর সঙ্গে তার নিজ কক্ষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়।

 বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ওই কক্ষে হানা দিয়ে তাদেরকে হাতে নাতে আটক করে দারোগা সোহেলকে গণধোলাই দেয়। এক পর্যায়ে দারোগা সোহেল তার মাথার হেলমেট রেখে মোটরবাইক নিয়ে পালিয়ে রক্ষা পায়। 

সম্পর্কিত বিষয়: