নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

বন্দরে সেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়সাল কবির গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩২, ২ অক্টোবর ২০২৪

বন্দরে সেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়সাল কবির গ্রেপ্তার 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অপনাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলামের বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় বন্দর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়সাল কবির (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃতকে বুধবার (২ অক্টোবর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে মঙ্গলবার রাতে পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ফয়সাল কবির পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার মৃত আমির হোসেন সরকারের ছেলে।
জানাগেছে,  বন্দর উপজেলার মুছাপুর ইউপির শাঁসনেরবাগ এলাকার মৃত সোনা মিয়ার মতিউর রহমানের বাড়িতে গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হামলা, ভাংচুর ও  লুটপাটের ঘটনা ঘটিয়েছে।  

এ ঘটনায় ভুক্তভোগী মতিউর রহমান বাদী হয়ে  সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার ছেলে মাহমুদুল হাসান শুভ সহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।  

এ মামলায় বন্দর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়সাল কবির (৪৫)কে মঙ্গলবার রাতে পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।