নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বন্দরে বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বন্দরে বিক্ষোভ

ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক  ইসলাম ও রাসূল (সা.) এর নামে কটূক্তি এবং বিজেপির সংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক সমর্থনের প্রতিবাদে বন্দরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বন্দর শাহী মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে অংশ নেয় বন্দরের শিক্ষার্থীরা ও তৌহিদী জনতা। বিক্ষোভ মিছিলটি বন্দরের বিভিন্ন পাড়া মহল্লা প্রদক্ষিণ করে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে কটূক্তিকারীদের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। ফাযিল ১ম বর্ষের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান বলেন, গত আগস্ট মাসে রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ।

তাঁকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। আমরাও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানাই।

পরে মাদরাসার অধ্যক্ষ শেখ মোহাম্মদ আতিকউল্লাহর বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিক্ষভ সমাবেশের সমাপ্তি ঘটে। 
 

সম্পর্কিত বিষয়: