নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

বন্দরে খেলার মাঠের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে খেলার মাঠের দাবিতে মানববন্ধন

বন্দরে খেলার মাঠের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাসিক ২৫ নং ওয়ার্ডের  বন্দরের চৌরাপাড়া এলাকায় রোববার বিকেলে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন খেলোয়াড় ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় এলাকার সমাজ সেবক গোলাম মোস্তফা, কবির হোসেন, আনোয়ার হোসেন, দুলাল মিয়া, রিয়াজুল, আলাউদ্দিন , আবদুস সালাম প্রমুখ।

বক্তারা বলেন, শীতলক্ষ্যা নদীর পাড়ে বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন করপোরেশনের( বিআইডব্লিউটিসি) ভাসমান ডক ইয়ার্ডের পাশে প্রায় ১১ একর জমি ছিল। সেই জমিকে মাঠ বানিয়ে খেলাধুলা করত এলাকার শিশু, কিশোর ও যুবকরা।

কিন্তু প্রায় ৩ দশক আগে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির এক প্রভাবশালী নেতা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কাছ থেকে ১০ একর জমি নাম মাত্র মূল্যে চিরস্থয়ী বন্দোবস্ত নিয়ে দেয়াল নির্মাণ করেন। এতে বন্ধ হয়ে যায় খেলাধুলা চর্চা। প্রায় ১০ সহস্রাধিক জনসংখ্যার ওই এলাকায় কোন মাঠ নেই বলে এলাকাবাসী জানান।