নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

বন্দরে র‌্যাব-১১`র অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

বন্দরে র‌্যাব-১১`র অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ঢাকাগামী যাত্রীবাহী একুশে পরিবহনে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৪৫০ পিছ ইয়াবাসহ আয়ুব উল্ল্যাহ  (৪৪) নামে এক মাদক কারবারিকে  গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত মাদক কারবারি আয়ুব উল্ল্যাহ নোয়াখালী জেলার সোনাইমুরি থানার বজরাস্থ মিদ্দাবাড়ি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। 

গ্রেপ্তারকৃতকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে গত রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে উল্লেখিত যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

ইয়াবা উদ্ধারের ঘটনায় র‌্যাব-১১ নায়েক সুবেদার মো. মজিবুর রহমান বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৪(২)২৪।

র‌্যাব-১১ সূত্রে জানাগেছে গত রোববার দুপুরে বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কে টহল ডিউটি করার সময় গোপন সংবাদে ভিত্তি  জানতে পারে কতিপয় মাদক কারবারি ইয়াবা নিয়ে একুশে পরিবহন যোগে ঢাকার উদ্দেশ্য রওনা হচ্ছে।

পরে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে ঢাকাগামী বিভিন্ন যানবাহনে তল্লাশী শুরু করে।

পরে ঢাকাগামী একুশে পরিবহনে তল্লাশী চালিয়ে একটি কালো রং এর স্কুল ব্যাগে রক্ষিত ৪৭টি নীল রংএর এয়ারটাইট প্যালি প্যাকেটে রক্ষিত উল্লেখিত ইয়াবাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।