নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

তারা আওয়ামীলীগের উপরে ভর করে দল ভারি করতে চায় : আজাদ 

প্রকাশিত:২১:৫২, ২৭ মার্চ ২০২৫

তারা আওয়ামীলীগের উপরে ভর করে দল ভারি করতে চায় : আজাদ 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আজকে যারা বড় বড় কথা বলে বিগত সময়ে আপনারা তাদেরকে কি দেখেছেন ? কারণ তারা আওয়ামীলীগের এমপি বাবুর দালালি করেছে।

আড়াইহাজারে দেখেছেন বিগত সময়ে তারা আওয়ামী লীগের এমপি বাবুর সঙ্গে আঁতাত করে আড়াইহাজারে রাজনীতি করেছে। আজকে তারা আবারও বড় বড় কথা বলে কারণ বড় বড় কথা বলেই যাচ্ছে। কারণ কথা বলতে তো আর ট্যাক্স লাগে না।

কোনো ইনকাম ট্যাক্স না তাই সুন্দর করে যা মন চায় তাই বলে। এখন তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঘর থেকে ধরে এনে নেতা বানাচ্ছেন।  তারা আওয়ামী লীগের উপরে ভর করে দল ভারি করে চায় এবং আমাদেরকে দেখাতে চায়। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে আড়াইহাজার পৌরসভা শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আড়াইহাজার উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ইফতার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আর তারা দেখাতে চায় যে আমাদের জনপ্রিয়তা বেড়েছে। কিন্তু এভাবে কিন্তু জনপ্রিয়তা দেখানো সম্ভব না। শোনেন যারা ১৭ বছর আমাদেরকে জুলুম নির্যাতন করেছে, অন্যায় করেছে তাদেরকে নিয়ে আপনারা দলভারি করবেন সেই সুযোগ নাই।

আড়াইহাজার বিএনপি জিরো টলারেন্স কোন প্রকার সুযোগ দিবেনা ইনশাআল্লাহ। আমরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থেকে সকল প্রতিবন্ধিতাকে প্রতিরোধ করে আমরা সামনে এগিয়ে যাব।আর সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন করবেন জননেতা তারেক রহমান। 

এসময়ে ইফতার আগ মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং  বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। 

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, গোপালদী পৌর বিএনপির সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুশফিক রহমান মিলন, আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক  সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক রাজিবুল ইসলাম রাকিব, সাদেকুর রহমান সাদেক, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, আড়াইহাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।