নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১১ ফেব্রুয়ারি ২০২৫

আড়াইহাজারে নৈরাজ্য ও অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় নেই : সাদেক 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আড়াইহাজারে নৈরাজ্য ও অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় নেই : সাদেক 

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, বহু রক্তের বিনিময়ে কিন্তু আজকের এই নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। কোন কারনে যেন আমাদের অর্জিত স্বাধীনতা বিসর্জিত না হয়। আর কেউ আমাদের দলের নাম ভাগিয়ে কোন সন্ত্রাসী চাঁদাবাজি ও মাদকের সাথে জড়িত হবেন না।

যদি কেউ এই সকল কর্মকাণ্ড সাথে লিপ্ত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব ব্যবস্থা নিবেন। আর আড়াইহাজারে নৈরাজ্য ও অস্থিতিশীল করার চেষ্টা করবে সে যত বড় নেতা বা সন্ত্রাসী হোক আমরা কিন্তু তাকে ছাড়বো না।

গোপালদী পৌর যুবদলের নেতৃবৃন্দদেরকে বলতে চাই আপনারা প্রতিটি ওয়ার্ডে পাড়া মহল্লায় পাহারার ব্যবস্থা করবেন। আওয়ামী লীগ সন্ত্রাসীরা জানি কোন ধরনের পোস্টার দেওয়ার লিখন করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় গোপালদী পৌরসভা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলে কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা তারা এখনো পালিয়ে যায়নি। তারা কিন্তু এখনো ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আগামী দিনে এদেশে একটি জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসার মাধ্যমে এদেশের পূর্ণ স্বাধীনতা আসবে ইনশাল্লাহ। 

গোপালদী পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, নাদিম হোসাইনসহ যুবদলের নেতৃবৃন্দ।