নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে পাওনা টাকা নিয়ে মারধরে যুবক নিহত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪৩, ১৪ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে পাওনা টাকা নিয়ে মারধরে যুবক নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওণা  টাকা ফেরত চাওয়ার জের ধরে মারধরে নাজিমুদ্দিন (৩৫) নামের এক যুবক  নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের এ ঘটনা ঘটে। নিহত নাজিমুদ্দিন ওই গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে। 

জানা গেছে, শালমদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইব্রাহিমের নিকট থেকে নাজিমুদ্দিন ১৫শ’ টাকা ধার নেয়। ঘটনার দিন ইব্রাহিম নাজিমুদ্দিনের কাছে পাওনা টাকা ফেরত চাইতে গেলে নাজিমুদ্দিন বলে এখন তার কাছে টাকা নেই। টাকা আমি ধীরে ধীরে পরিশোধ করে দিব। এ নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে নাজিমকে মারধর করে। 

এরপর নাজিমুদ্দিন বাড়িতে গিয়ে বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে বলেন।  সেখান থেকে ঢাকা নেয়ার পথে রাত ১১ টার দিকে নাজিমুউদ্দিন মারা যায়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্যে মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্দের প্রতিবেদন পেলে জানা যাবে।