নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে অপরাধ প্রতিরোধে জনসচেতনায় পদযাত্রা ও গণসমাবেশ 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:২০, ১০ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে অপরাধ প্রতিরোধে জনসচেতনায় পদযাত্রা ও গণসমাবেশ 

আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণ আয়োজনে নদী দূষণ, নদী খনন, চুরি-ডাকাতি, চাঁদাবাজি, মাদক সহ সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনা'র লক্ষ্যে পদযাত্রা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়ছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বঙ্গাবাজার হতে পদযাত্রা খাগকান্দা বাজার প্রদক্ষিণ করে কয়েকটি এলাকা ঘুড়ে বঙ্গাবাজার বালুর মাঠে আসে শেষ হয়।

পথসভায় বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, আবু বক্কর সিদ্দিক, ব্যবসায়ী রহুল আমিন, বৈষম্য বিরোধী নেতা জুবায়ের, শিক্ষার্থী জাহাঙ্গীর প্রমুখ।

এসময় নদীদূষণ নদী খনন চুরি ডাকাতি চাঁদাবাজি, সামাজিক অপরাধ প্রতিরোধে বিভিন্ন শ্লেগান দেয় অংশগ্রহনকারীরা। 

সভায় বক্তারা বলেন,  আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এবং যে কোন অপশক্তির বিরদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ।যদি কেউ  নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে  তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে।