নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০৮, ৮ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা ফকিরবাড়ী রহমানিয়া জামে মসজিদের প্রাঙ্গনে এই কম্বলগুলো বিতরণ করা হয়।  

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেন প্রধান অতিথি থেকে কম্বল গুলো বিতরণ করেন।  এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার প্রেসক্লাব  সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান ও ইউপি সদস্য ইকবাল ফকির প্রমুখ।  

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেত হোসেন বলেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের পক্ষ থেকে আপনাদের এই উপহার। আমরা পর্যায়কর্মে। সব অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র  পৌঁছে দিব।

এই সময় শতাধিক অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন  ফাউসা এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।  
 

সম্পর্কিত বিষয়: