আড়াইহাজারে রড় বোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে ট্রাকটি উদ্ধার ও ৪ ছিনতাইকারীকে আটক করেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, উপজেলার পাঁচরুখী এলাকার সাত্তার এর ছেলে আব্দুর রহমান (২৪), নারায়ণগঞ্জ সদর থানার চর সৈয়দপুর এলাকার সেলিমের ছেলে মোঃ আহাদ( ২৫), কুমিল্লা জেলার হোমনা থানার মৃত ছটু মিয়ার ছেলে চঞ্চল মিয়া (২৭) ও পাঁচরুখী এলাকার বাচ্চু মিয়ার ছেলে রাব্বী (২৩)।
পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন ঢাকা মেট্রো-ট ২২-১৭৭৪ এর ট্রাকটি রড বোঝাই নিয়ে ঢাকা কোনাপাড়া থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত ৩ টার সময় আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কের বাগবাড়ি এলাকায় পৌছালে চারজন ছিনতাইকারী একটি ড্রাম ট্রাকের মাধ্যমে ট্রাকটির গতি রোধ করে।
এ সময় ট্রাকের চালক জাফর ব্যাপারী ও সহকারী শাহাদাতকে ভয়ভীতি দেখিয়ে ট্রাকটিকে ছিনতাই করে বিশনন্দী ফেরিঘাটের দিকে যাত্রা করে তারা।
পরে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ গোপান সংবাদের ভিক্তিতে বিশনন্দী ফেরিঘাট এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ট্রাকটি তা অগ্রাহ্য করে চলে যেতে থাকে। পরে পুলিশ ধাওয়া করে ট্রাক থামিয়ে পালানোর সময় বিশনন্দী ফেরীঘাট থেকে ৪ জন ছিনতাইকারীকে আটক করে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।