নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৯ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে মেয়াদ উত্তীর্ণ চেতনা নাশক ওষুধ বিক্রি, লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৫২, ৬ নভেম্বর ২০২৪

আড়াইহাজারে মেয়াদ উত্তীর্ণ চেতনা নাশক ওষুধ বিক্রি, লাখ টাকা জরিমানা

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা টাস্কফোর্স আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়েছে।  

বুধবার (৬ নভেম্বর)দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। 

এসময় আড়াইহাজার উপজেলার কালি বাড়ি বাজারে আনান মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ চেতনানাশক ঔষধ  Jasocine, এন্টিবায়োটিক ঔষধ জিনারক্স সি ভি সহ বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়  সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান অভিযানের নেতৃত্ব দিয়েছেন।  উপস্থিত ছিলেন, জেলা ফুড ইন্সপেক্টর সালাউদ্দিন ভূঁইয়া এবং জেলা পুলিশ লাইন ও আড়াইহাজার থানা পুলিশের টিম।