নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৪ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৩, ১৮ অক্টোবর ২০২৪

আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

আড়াইহাজারে হাইজাদী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহকে (২৮) সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৮ অক্টোবর) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার শহিদুল্লাহ ওই ইউনিয়নের নারান্দী উত্তরপাড়া গ্রামের আমিনের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, শহিদুল্লাহ এলাকায় সব রকম সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটাতো বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনীর একটি টিম। তাকে শুক্রবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।