নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যের বিরুদ্ধে সাতগ্রাম ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৯, ৯ অক্টোবর ২০২৪

সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যের বিরুদ্ধে সাতগ্রাম ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা যুবদলের আওতাধীন সাতগ্রাম ইউনিয়ন  যুবদলের উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, চাঁদাবাজ ও  মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেছে । 

বুধবার ( ৯ অক্টোবর ) বিকেল সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাসস্ট্যান্ড থেকে শুরু করে ঢাকা- সিলেট মহাসড়ক হয়ে বিভিন্ন বাজার প্রশিক্ষণ শেষে বাগবাড়ি স্ট্যান্ডে এসে শেষ হয়। 

বিক্ষোভ মিছিল থেকে সাতগ্রাম ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা সন্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শ্লোগান দেন।  

প্রধান অতিথির বক্তব্যে আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সুতরাং আড়াইহাজার সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যকারী ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই। অনুপ্রবেশকারীই দলের নাম বিক্রি করে সন্ত্রাস, নৈরাজ্য  দখলবাজি, চাঁদাবাজি ও লুটতরাজ  চালাচ্ছে। যুবদলের নেতাকর্মীরা  তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। 

সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জিয়াউল হক রিপন মেম্বার, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, যুবদল নেতা মাখন, মিলন, আরাফাত, বাকির, রানা, ফারুক, অনিক, জামাল, বাবুল, সাদেকসহ অনেকেই।