নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে ছাত্রদলের মিছিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪

আড়াইহাজারে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে ছাত্রদলের মিছিল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে আড়াইহাজারে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে বিশাল মিছিল বের করা হয়েছে। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের উদ্যোগে আড়াইহাজার সদরে এই বিশাল মিছিল বের করা হয় হয়। 

এতে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে শ্লোগান দেন। 

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ।

আজাদের ভাইয়ের নির্দেশ আড়াইহাজারে কোনো মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ থাকবে না। কেউ যদি দলের নাম ভাঙিয়ে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজির করার চেষ্টা করে তাহলে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে সোপর্দ করবো। 

তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের সুযোগ দিবো না।আওয়ামী লীগের দোসরা যাতে আমাদের ভিতরে ঢুকে দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজিসহ অপকর্ম করতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।