নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে বীরমুক্তিযোদ্ধার কাছে চাঁদাদাবি, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪১, ২৫ সেপ্টেম্বর ২০২৪

আড়াইহাজারে বীরমুক্তিযোদ্ধার কাছে চাঁদাদাবি, থানায় অভিযোগ

আড়াইহাজারের গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের বাসিন্দা, বীরমুক্তিযোদ্ধার মুছা মিয়ার নিকট থেকে ২ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মুছা মিয়া বাদী হয়ে বুধবার বিকালে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে  আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মুছা মিয়া অভিযোগ করেন, রামচন্দ্রদী গ্রামের মৃত মান্নান ভুইয়ার ছেলে জিলানী (৪০) ও হানিফা (৩৫ )সহ অজ্ঞাত আরো  ১০/১২ জন মিলে আমার মিল থেকে প্রতি মাসে ২লাখ টাকা চাঁদাদাবী করে আসছিল ।

আমি রাজী না হওয়ায় বুধবার বিকালে এরা লোকজন নিয়ে আমার টেক্রাইল এন্ড সাইজিং মিলে জোর করে প্রবশে করে অকথ্য ভাষায় গালাগালি করে এবং কর্মচরাীদের এই  বলে হুমকি দিয়ে আসে চাঁদা না দিলে আমাকে এবং আমার পরিবারের লোকদের জীবনে মেরে ফেলবে  এবং মেইলে তালা মেরে দেওয়ার হুমকি দেয়। এতে আমার পুরো পরিবার আতংকের মধ্যে আছি। 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।