নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজার থানার লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২৪

আড়াইহাজার থানার লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লুণ্ঠিত আরও কয়েকটি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার উপজেলার শিবপুর এলাকার মো.সিফাত নামে এক যুবকের বাড়ি থেকে লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদের মধ্যে রয়েছে- ১৪টি শর্টগান বুলেট, একটি শর্টগান ব্যারেল, একটি পুলিশ সানগ্লাস ও একটি পুলিশ রিফ্লেক্টর (লাইট)। শনিবার সকালে অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান,  উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি আড়াইহাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী।  এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও তিনি জানান।

উল্লেখ্য, এরআগে গত ১২ সেপ্টেম্বর আড়াইহাজার পৌরসভা এলাকায় অবস্থিত পরিত্যক্ত একটি পুকুর হতে ৮টি পিস্তল, ৯টি পিস্তলের ম্যাগাজিন, ১৬ রাউন্ড পিস্তলের গুলি ও ২৯ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে র‌্যাব-১১।