নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৬ অক্টোবর ২০২৪

আড়াইহাজারে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৬, ৮ জুলাই ২০২৪

আড়াইহাজারে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেশী প্রজাতির মাছ উন্নয়ন প্রকল্প এর আওতায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করে ২০ পিছ নিষিদ্ধ চায়না দুয়ারী  জাল জব্দ করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) দুপুরে  উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিশনন্দী ফেরিঘাটে মৎস অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

পরে বিকালে জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে জব্দকালীন সময়ে জালের আশেপাশে কাউকে পাওয়া যায়নি বিধায় আটক করা সম্ভব হয়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, এমনিতেই নদীতে পানির পরিমান কম থাকায় দেশীয় প্রজাতীর মাছ বিলুপ্ত হতে চলেছে।

অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী বা রিং জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে দেশীয় মৎস্য শিকার করা হচ্ছে। এর ফলে বিভিন্ন প্রকারের মা মাছ ও মাছের পোনা এতে আটকা পড়ে জীববৈচিত্রময় হুমকির সম্মুখীন হচ্ছে।

তিনি আরও বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
 

সম্পর্কিত বিষয়: