নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে

মার্চ ফর গাজা সফল করার লক্ষে নারায়ণগঞ্জবাসীর অংশগ্রহণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৪৬, ১২ এপ্রিল ২০২৫

মার্চ ফর গাজা সফল করার লক্ষে নারায়ণগঞ্জবাসীর অংশগ্রহণ

ফ্রি ফ্রি  ‘ফিলিস্তিন,  ‘ইসরায়েল নিপাত যাক’ ফিলিস্তিন জিন্দাবাদ, শ্লোগান আকাশ বাতাস প্রকম্পিত করে হাজার হাজার মানুষের স্রোত গিয়ে মিশেছে ঢাকার সোহরাওয়ার্দী  উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির গণজমায়েতে।

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সারাদেশের মতো যোগ দিয়েছে নারায়ণগঞ্জবাসী। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মূল আয়োজন গণজমায়েতে।

শনিবার ১২ এপ্রিল বিকাল ৩টার  গণজমায়েতকে সফল করতে  সকাল ১০টা থেকেই বাস, ট্রাক, পিকআপ ও ট্রেন সহ হাজার হাজার  জনতা  সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন।

এ সময় বেশিরভাগ মানুষের হাতে দেখা গেছে ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা সহ কালিমা খচিত  ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’লেখা কাপড়।

সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক পশ্চিম-পূর্ব প্রান্তের চত্বরে তৈরি করা হয়েছে খোলা মঞ্চ। এর সামনে লাল কার্পেট বিছানো হয়েছে। সেখানে শতাধিক চেয়ারের ব্যবস্থা করা হয়েছে অতিথিদের বসার জন্য।

ওই মঞ্চের চারপাশ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে। এই কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’।

এদিন দুপুর ৩টা থেকে এই মঞ্চ থেকে ‘মার্চ ফর গাজার’ ঘোষণা পত্র পাঠ করেন বিশিষ্ট সাংবাদিক আমারদেশবপত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান । এসময় বিভিন্ন দলের নেতরা মঞ্চে উপস্থিত ছিলেন। গণজমায়াতে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।

উদ্যানের চারপাশের এলাকা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মৎস্য ভবন এবং দোয়েল চত্বরসহ পুরো এলাকায় মাইক লাগানো হয়েছে।

প্রতিটি মানুষের চোখে মুখে ফিলিস্তিন মুসলমানদের প্রতি ভালোবাসা আর ইজ*রাইল সহ তার মিত্রদের প্রতি ঘৃণা প্রকাশিত হয়।

সম্পর্কিত বিষয়: