নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫

কুমারী ভাঙ্গা ও রুপগঞ্জ খেয়া ঘাটের ইজারা পেলেন ইব্রাহিম ও নিতাই

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৪, ২১ এপ্রিল ২০২৪

কুমারী ভাঙ্গা ও রুপগঞ্জ খেয়া ঘাটের ইজারা পেলেন ইব্রাহিম ও নিতাই

জেলা পরিষদের আওতাধীন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুমারীভাঙা গুদারাঘাট ও রুপগঞ্জ উপজেলার রুপগঞ্জ খেয়া ঘাটের ইজারা সম্পূর্ণ হযেছে।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কক্ষে স্থানীয় সরকার নারায়ণগঞ্জের উপ-পরিচালক মৌরীন করিম (উপ সচিব পদমর্যাদার) এর তত্ত্বাবধানে এ ইজারা সম্পন্ন করা হয়। 

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওতাধীন কুমারী ভাঙ্গা গুদারা ঘাট (ধর্মগঞ্জ গুদারাঘাট নামে পরিচিত) এর জমা পড়া ৩ টি সিডিউলের মধ্যে  সর্বোচ্চ দর ১৮ লাখ ৭০ হাজার টাকা দিয়ে ইজারা পেলেন মোঃ ইব্রাহিম বুলু। বাকিরা হলেন শাহিন আলম, দিয়েছেন ১৭ লাখ ও ফারুক আহমেদ সুজন দিয়েছেন ৯ লাখ। 

অপরদিকে, রুপগঞ্জ উপজেলার রুপগঞ্জ খেয়া ঘাটের সর্বোচ্চ দর দিয়ে  ইজারা পান নিতাই চন্দ্র ৩ লাখ ৭০ হাজার বাকিরা হলেন হরেজ চন্দ্র ৩ লাখ ৬৭ হাজার,  কমল চন্দ্র ৩ লাখ ৬৮ হাজার টাকা। 

ইজারা প্রদান প্রক্রিয়ার দায়িত্ব কর্মকর্তা মৌরীন করিম বলেন, আপনারা যারা ঘাট পরিচালনা করবেন তারা সাধারন মানুষের যাতে কোন ধরনের সমস্যা না হয় সেটা খেয়াল রাখবেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ ও ইজারার সিডিউল জমাদানকারীসহ অন্যান্যরা।

 

সম্পর্কিত বিষয়: