নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইইউ রাষ্ট্রদূতের সাথে লাল সবুজের বৈঠক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২২

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইইউ রাষ্ট্রদূতের সাথে লাল সবুজের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের ভূমিকা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উন্নয়ন ও বাল্য বিবাহ রোধ নিয়ে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

 

 

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত বৈঠকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বাংলাদেশের ৬৪ জেলায় লাল সবুজ উন্নয়ন সংঘের  বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন। পরে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল সংগঠনের বিভিন্ন কার্যক্রম  সম্মিলিত অক্সিজেন ও সাহস বই দুটি রাষ্ট্রদূতের হাতে তুলে দেন। এসময় রাষ্ট্রদূত ইউরোপিয়ান ইউনিয়নের বই উপহার হিসেবে লাল সবুজকে উপহার দেন।

 

 

বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিন সাথে লাল সবুজের বৈঠকে আলোচনার বিষয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল সন্তোষ প্রকাশ করেন।

 

 এসময় ইইউ রাষ্ট্রদূত  চার্লস হোয়াইটলির সাথে বৈঠকে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশিক রহমান।

সম্পর্কিত বিষয়: