সিদ্ধিরগঞ্জের বেশ কিছু যুবক একত্রিত হয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে পরিচ্ছন্নতা বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ শ্যামল সামাজিক সংঘ’। আমাদের শহর আমরাই পরিস্কার রাখবো এ স্লোগানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৭নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে ‘সবুজ শ্যামল সামাজিক সংঘ’ নামে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ কদমতলী উত্তরপাড়া আলহাজ্ব হুমায়ন কবির সড়ক গ্যাসলাইন এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ডাঃ মো. আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো. হুমায়ন কবির। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন মহল সহ জন-সাধারন উপস্থিত ছিলেন।
এসময় দোয়া মাহফিলে নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সদ্য প্রয়াত আলী হোসেন আলার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
নবগঠিত ‘সবুজ শ্যামল সামাজিক সংঘ’ কমিটির- সভাপিত মো. আব্দুল্লাহ আল জোবায়েদ, সিনিয়র সহ-সভাপতি মো. সুজন মাহমুদ হুসাইন, সহ সভাপতি মো. ইয়াসিন, সাধারন সম্পাদক মো. মাহাবুব রহমান, ১ম যুগ্ন সাধারন সম্পাদক মো. সাগর শেখ, ২য় যুগ্ন সাধারন সম্পাদক মো. তুহিন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলম শেখ, প্রচার সম্পাদক মো. সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মো. শাহেদ হোসেন পাপ্পু।
কমিটির কার্যকরী সদস্যরা হলো- মো. রাসেল, মো. সাইফুল ইসলাম, মো. আরিফুল ইসলাম আরিফ, মো. জাহাঙ্গীর, মো. আলম ২, মো. তমাল, মো. সালাম শেখ, মো. হারুন, মো. পারভেজ, মো. সবুজ, মো. মেহেদি হাসান, মো. মৃদুল, মো. তারেক, মো. শিপন, মো. আমিন, মো. তানভির প্রমূখ।