নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

৩৫টি দরিদ্র পরিবারকে ত্রান দিল খ্রিস্টান লাইফ বাংলাদেশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৩১, ২৩ আগস্ট ২০২১

৩৫টি দরিদ্র পরিবারকে ত্রান দিল খ্রিস্টান লাইফ বাংলাদেশ

খ্রিস্টান লাইফ বাংলাদেশ (সিএলবি) উদ্যোগে করোনা প্রতিরোধে ৩৫টি দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২২ আগস্ট) বিকেল পাঁচটায় শহরের চারারগোপ ব্যাপিস্ট চার্জে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয় । এসময়ে ৩৫ টি পরিবারকে চাল, ডাল, তেল, আটা, লবন, সাবান ত্রান সামগ্রী প্রদান করা হয়েছে। 


নারায়ণগঞ্জ জেলার পরিচালক রিচার্ড সৌরভ দেউরী'র সভাপতিত্ব ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা খ্রিস্টান এসোসিয়েসনের সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, নারায়ণগঞ্জ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রঞ্জিত মন্ডল, সভাপতিমন্ডলীর সদস্য  প্রদীপ দাস, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস,জন সরকার, মি. নয়ন বন্ডসহ নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: