নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশন’র অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৭, ২৬ এপ্রিল ২০২৫

বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশন’র অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত

অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশন এর কার্যকরী কমিটি ২০২৫-২০২৭ইং মেয়াদের অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটিতে যোগ্য নেতৃত্ব দেওয়ায় সভাপতি মনোনিত হয়েছেন প্রবীর কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি- মোহাম্মদ ফায়েজুর রহমান ভূঞা, সহ-সভাপতি- আলী আকবর ভূইয়া, সহ-সভাপতি- মোঃ খালেদ হোসেন অপু ও সহ-সভাপতি- মোঃ মুুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্য-নির্বাহী সদস্য পদে নির্বাচিত বাকী ১৩ জন হলেন আলহাজ্ব মোঃ সাইদুর রহমান মোল্লা, মোঃ হাবিব ইব্রাহিম বাবুল, মোঃ মাহফুজুর রহমান খাঁন (মাহফুজ), মোঃ নেছারউদ্দিন মোল্লা, আলহাজ্ব মেজবাহ উদ্দিন চৌধুরী, মোঃ ফরহাদ রানা, মোঃ নিজাম মুন্সি, মির্জা ইমরান হোসেন, মোহাম্মদ মুসা, ননী গোপাল সাহা, সুভাষ চন্দ্র ধর, মোঃ শাহ আলম সিদ্দিকী ও প্রনব কুমার সাহা।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা শনিবার ২৬ এপ্রিল ২০২৫ইং বেলা ২.০০ ঘটিকায় কার্যকরী কমিটির ১৮ জনের উপস্থিতিতে নির্বাচিতদের নাম ঘোষনা করেন।

এসময় নির্বাচন বোর্ডের সদস্য মোঃ শাহেদ মাহমুদ শাজাহান ও দিলীপ ঘোষ এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান রহমতউল্লাহ ফারুক ও নির্বাচন আপিল বোর্ডের সদস্য জনাব মোঃ মজিবর রহমান শিকদার ও জনাব রাজিব কুমার সাহা উপস্থিত ছিলেন এছাড়াও নির্বাচন বোর্ডের সচিব মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা বলেন, নির্বাচনের তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখে ১৮টি পদের বিপরীতে ১৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগহ করেন এবং ১৮জন প্রার্থীই মনোনয়নপত্র জমা দেন। এরপর যাচাই-বাছাই করে সকলের মনোনয়নপত্র বৈধ্য পাওয়ায় ১৮ জনকেই চুড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়।

বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৮নং অনুচ্ছেদ এবং সংঘ বিধির ১৭ (৫) (ক) ধারা অনুযায়ী জেনারেল গ্রুপ হতে ১২ জন এবং এসোসিয়েট গ্রুপ হতে ৬ জন সর্বমোট ১৮ জন কার্য-নির্বাহী সদস্য (২০২৫-২০২৭) হিসেবে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মোঃ আমির হোসেন বাদশা মিয়া।