নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ এপ্রিল ২০২৫

শ্রমিক নেতা আব্দুল মোমিন ও আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৬, ১৮ এপ্রিল ২০২৫

শ্রমিক নেতা আব্দুল মোমিন ও আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ শ্রম আদালতের সম্মানিত সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এবং নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আব্দুল মান্নান কে ফুলেল  শুভেচ্ছা প্রদান করা হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর অফিসে অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব নুরুল আমিন।

বাংলাদেশ শ্রম মন্ত্রণালয়ের অধীনে শ্রম আইন ২০০৬ এর ধারা ২১৪(৭) এর প্রদত্ত ক্ষমতাবলে সম্মানিত শ্রমিক প্রতিনিধি হিসেবে  নারায়ণগঞ্জ শ্রম আদালতের সদস্য হওয়ায়  উভয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণ এর পরিচালক জনাব নুরুল আমিন, সহকারী অঞ্চল পরিচালক জনাব এস এম শাজাহান, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা, ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি সাধারণ সম্পাদক সহ অঞ্চলের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

নেতৃবৃন্দ মনে করেন এর মাধ্যমে মালিক- শ্রমিক মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে এই অঞ্চলে অগ্রনী ভূমিকা পালনে সহায়ক হবে।