
আড়াইহাজারে সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা ও সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজারের সভাপতি মাহবুব মোল্লার সভাপতিত্বে,সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও সহ সভাপতি নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ গোলাম কবির।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানধিকার আইনজীবী ও কমিশনার অন্টারিও প্রদেশ কানাডা খন্দকার এম হক কায়জার|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪ র্থ উপাচার্য ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, কবি সাহিত্যিক আরাফাত শিকদার, আড়াইহাজার মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু সিদ্দিক ভুঁইয়া, বাংলাদেশ টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন, কবি সাহিত্যিক চিত্রকর মনিরুজ্জামান মানিক, সাংবাদিক সালাউদ্দিন আজিজী ,কবি সাহিত্যিক মোশাররফ মাতব্বর।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী সহ সাংবাদিক ইউনিয়নের সদস্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে করনীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।
এ সময় বক্তারা সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বাস্তবমুখী পদক্ষেপের কথা তুলে ধরেন এবং প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।