
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে মোঃ মনির হোসেনকে আহবায়ক ও মনির হোসেনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) ক্লাব মিলনায়তনে এক জরুরী সাধারণত সভায় এ কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির অন্যন্যরা হচ্ছেন, যুগ্ম আহবায়ক ফজলুল হক পলাশ, মোঃ আশরাফুল হক আশু, নজরুল ইসলাম সুজন, আনোয়ার হোসেন সজীব, জুয়েল চৌধুরী, মরিয়ম আক্তার রুমা এবং কার্যকরী সদস্য রনজিত মোদক।
এ সময় আগামী ৯০ দিনের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (৪ এপ্রিল) ক্লাবে কার্যকরী কমিটির এক জরুরী সভায় সাবেক সভাপতি কাজি আনিসুর রহমানকে ক্লাবের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ ও সেচ্ছাচারিতার অভিযোগে কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি পদ থেকে অপসারন করা হয়। এবং ভারপ্রাপ্ত সভাপতি করা হয় ক্লাবের সহ-সভাপতি মোঃ আশরাফুল হক আশুকে।