নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ মার্চ ২০২৫

গ্রে থান কাপড় মালিক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৭, ২০ মার্চ ২০২৫

গ্রে থান কাপড় মালিক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার

হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।‎বৃহস্পতিবার (২০ মার্চ) বাদ আসর নগরীর ডিআইটি এলাকার হৃদম কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব দোয়া মাহফিলে জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি জাকির খানের দ্রুত মুক্তি ও সুস্থতাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

‎‎হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির সভাপতি জিয়াউর রহমান জিয়া'র সভাপতিত্বে এবং হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির সাধারণ সম্পাদক রায়হান গফুর রাজন এর সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির সংগ্রামী সভাপতি কবির হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে‎ আরো উপস্থিত ছিলেন, দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সহ হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: