
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঐতিহ্যবাহী সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ এলাকাস্থ অত্র সংসদের কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এসময় সমস্ত মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি ও সাবেক নাসিক ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জি.এম সাদরিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনউদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন।
সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সুলতান মো: গিয়াস উদ্দিনের ধন্যবাদান্তে উক্ত অনুষ্ঠানে অত্র সংসদদের সকল সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।