নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ মার্চ ২০২৫

 নারায়ণগঞ্জে শিক্ষক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৮, ৩ মার্চ ২০২৫

 নারায়ণগঞ্জে শিক্ষক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন ঢাকা অঞ্চল দক্ষিনের উদ্যােগে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় ৩ মার্চ সোমবার দিনব্যাপী  শিক্ষক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মো মাছুম প্রশ্নত্তর বক্তব্যে বলেন, শিক্ষক ফেডারেশনকে শক্তিশালী করতে সকল প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষক সমাজকে অর্গানাইজ করে নৈতিকতা সম্পন্ন মানুষরূপে গড়ে তুলার চেষ্টা করতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষক ফেডারেশনের ভালো ভালো কাজগুলোকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে কেন্দ্র থেকে শুরু করে ইউনিট পর্যন্ত কমিটি করে ফেডারেশনের সকল পরিষদের আঞ্জাম দেয়ার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিনের পরিচালক মুহাম্মদ সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদসৎ ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কেন্দ্রেীয় সভাপতি অধ্যপক ড. এম কোরবান আলী,  ইসলামীক এডুকেশন সোসাইটি পরিচালক প্রিন্সিপাল ড. মো ইকবাল হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন জেনারেল সেক্রেটারি অধ্যপক এ বি এম ফজলুল করিম, ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, মুন্সিগঞ্জ জেলা আমীর আ জ ম রুহুল কুদ্দুস প্রমূখ।

এসময় বক্তরা বলেন শিক্ষকদের কাজ ই'হচ্ছে ছাত্রদের নৈতিক ও চরিত্রবান রূপে গড়ে তোলা। প্রচলিত শিক্ষা  নীতির পরিবর্তন করে ন্যায় ও আদর্শভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে ও সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে তা  স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। 

বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন ঢাকা দক্ষিন অঞ্চলের পরিচালক অধ্যপক শেখ আব্দুল মালেকের সভাপতিত্বে ও আর্দশ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি 

মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: