![না’গঞ্জ প্রেসক্লাবের সাথে হোসিয়ারী এসোসিয়েশনের নব-নির্বাচিত পরিষদের মতবিনিময় না’গঞ্জ প্রেসক্লাবের সাথে হোসিয়ারী এসোসিয়েশনের নব-নির্বাচিত পরিষদের মতবিনিময়](https://www.narayanganjtimes.com/media/imgAll/2021May/Untitled-23-copy-2502152130.jpg)
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নব-নির্বাচিত পরিষদ। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েনের নব-নির্বাচিত সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক মো. দুলাল মল্লিক, আতাউর রহমান, মো. মিজানুর রহমান, মো. মনির হোসেন, হাজী মো. শাহীন, মো. আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো. মাসুদুর রহমান, মো. পারভেজ মল্লিক।
সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, মাহফুজুর রহমান,আব্দুস সালাম, প্রেসক্লাব সদস্য তমিজ উদ্দিন আহমেদ, এম আর কামাল, নাফিজ আশরাফ, আমির হোসাইন স্মিথ, প্রণব কৃষ্ণ রায়, মো. সাইফুল ইসলাম সায়েম, এমরান আলী সজীব প্রমুখ।
মতবিনিময় সভায় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েনের যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বদা তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব। বিপরীতে, ব্যবসায়ী সংগঠনটির নেতারাও সর্বদা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি বদিউজ্জামান বদু বলেন, দীর্ঘ সময় স্বৈরাচারের দোসরদের হাতে বন্দি ছিলো হোসিয়ারী এসোসিয়েশন। অনেকে আমাকে বলেছিলো এসোসিয়েশনটি আমার দখলে নিতে এবং পরিচালনা করতে।
আমি ব্যবসায়ীদের বলেছি, আপনারা যদি ভোটে আমাকে নির্বাচিত করেন, তাহলেই আমি এসোসিয়েশনের দায়িত্ব নিবো। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা আমাকেসহ আমার পুরো প্যানেলকেই জয়ী করেছে, এজন্য আমি ভোটারদের প্রতি কৃতজ্ঞ।
এছাড়া, ভোটে যাতে কেউ কোনো প্রভাব বিস্তার করতে না পারে, তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রশাসন ও সাংবাদিক ভাইদের সাথে নিয়মিত যোগাযোগ করা হতো বলে জেনেছি। ভোটার, নির্বাচন কমিশন, প্রশাসন ও সাংবাদিকদের কারণে আমরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হোসিয়ারি এসোসিয়েনের এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে, ওয়ান-ইলেভেনের সময়ও আমি সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলাম।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা যে গুরু দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমি সেই দায়িত্ব পালনে প্রেসক্লাবসহ সকলের সহযোগীতা কামনা করছি। এছাড়া, সর্বদা প্রেসক্লাবের পাশে থাকারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
প্রেসক্লাব কার্যকরী পরিষদ সদস্য আবু সাউদ মাসুদ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে এই প্রথম একটি ব্যবসায়ী সংগঠনের পরিচালনা পর্ষদ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছে।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, বিগত সময়ে সারা দেশের মতো হোসিয়ারী এসোসিয়েশনেও আমরা নির্বাচন হতে দেখিনি। একটি পক্ষ নিজেদের লোক দ্বারাই বিনা ভোটে বারবার এই সংগঠনটিকে পরিচালনা করতো।
তবে, এবার অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সদ্য সমাপ্ত নির্বাচনে নির্বাচিত পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দীপু। একইসাথে, হোসিয়ারী এসোসিয়েশনের যে কোনো ভালো উদ্যোগে প্রেসক্লাব সর্বদা পাশে থাকবে বলে জানান এই সাংবাদিক নেতা।
মতবিনিময় সভা শেষে হোসিয়ারী এসোসিয়েশনের নব-নির্বাচিত পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।