নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন (২০২৫-২০২৬) নির্বাচনে আগামী দুই বছরের জন্য এক্সিকিউটিভ নব-গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে চাষাড়ার ২৪৯ সমবায় ব্যাংক কমার্শিয়াল ভবনে ৮ম তলায় নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের কার্যালয়ে নির্বাচনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের নব-গঠিত কমিটিতে প্রেসিডেন্ট- নাসির হায়দার চৌধুরী (রিলেক্স হাউজিং লিমিটেড), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- এস.এম পাবেল (রিলায়েন্স হাউজিং লিমিটেড), ভাইস প্রেসিডেন্ট- গোলাম সারোয়ার সাঈদ (হলিডিউলিং লিমিটেড), জেনারেল সেক্রেটারী- সাহাবুদ্দিন তালুকদার (ষ্ট্রাকচার প্রর্পাটিস লিঃ), জয়েন সেক্রেটারী- শাহনেওয়াজ মুন্না (আবরাহাম রিয়েল এস্টেট লিঃ), অর্গানাইজার সেক্রেটারী- রেজয়ান মেহেদী (এরিসটোক্রেট হাউজিং লিঃ), ট্রেজারার- গোলাম মাওলা (ইউনাইটেড বিল্ডর্স), অফিস সেক্রেটারী- মাকসুদুর রহমান জাবেদ (আজমাঈন আল অরাবি হাউজিং লিঃ), কমিটিতে ইসি মেম্বার হিসেবে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট মো.হারুন অর রশিদ (স্বপ্ননীড় হাউজিং লিঃ), ইসি মেম্বার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ পারভেজ (ক্রিয়েটিভ আর্কিটেক্ট লিঃ), ইসি মেম্বার- আবুল কালাম আজাদ (ষ্টারভিউ হাউজিং লিমিটেড), ইসি মেম্বার- আবু জাফর (সেঞ্চুরী হল্ডিং লিমিটেড), ইসি মেম্বার- মো.জসিম ( রায়াত বিল্ডার্স লিমিটেড), ইসি মেম্বার- আব্দুস সালাম বেপারী (ডেফডিল হাউজিং লিমিটেড) ইসি মেম্বার- মোহামুদ হাসান নেহাল ( রাজধানী হল্ডিং লিমিটেড)। এসময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম মাওলা ( ইউনাইটেড বিল্ডার্স) ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো.জাহাঙ্গীর মাতবর ( রিলায়েথ হাউজিং)।