নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চাষাড়া বালুর মাঠস্থ পিজা বার্গ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
সভায় সকলের সম্মতিতে ডা. মো. মুজিবুর রহমানকে সভাপতি ও মাহাবুব রহমানকে সিনিয়র সহ-সভাপতি কমিটির সহ-সভাপতি এবং মোকাদ্দেস আলী মজুমদার শাহীন সহ-সভাপতি এবং ডা. ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক ৪সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
মতবিনিময় সভায় ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।