সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের (২০২৫-২৭)এর দ্ধি- বার্ষিক কার্যকরী পরিষদ গঠন কল্পে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের কার্যালয়ে সাধারণ সভায় সংসদের আয়-ব্যায় হিসাব, প্রগতি সংসদের উন্নয়ন, নতুন সদস্য সংগ্রহ ও নতুন কমিটি গঠন প্রসঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের প্রতিষ্ঠাতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এটিএম মান্নান, উপদেষ্টা মো: শামছুদ্দিন আহম্মেদ, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো: ফারুক আহমেদ, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের প্রেসিডিয়াম সদস্য মোঃ জহিরুল হক বীরবল, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সদস্য বিমল চন্দ্র কর্মকার পল্টু ও সদস্যগনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উক্ত সাধারণ সভায় প্রগতি সংসদের সম্মানিত প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং সংসদের সকল নবায়নকৃত সদস্যগনের উপস্থিতে ও সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের কমিটি নির্বাচিত করে ঘোষণা করা হয়।
সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি, নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিএম সাদরিল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মাইন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শিশির ঘোষ অমর, সাংগঠনিক সম্পাদক মো: নুর হোসেন মুন্না, কোষাধ্যক্ষ মো: মোরশেদ আলম, দপ্তর সম্পাদক রাশেদুল হক জুয়েল ও কার্যকরি সদস্য মো: রফিকুল ইসলামক।
এই ৭ জনের নাম নির্বাচিত করে সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের দ্ধি-বার্ষিক নতুন কমিটি ঘোষণা করা হয়। এসময়ে তাদেরকে ১০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ প্রধান করা হয়।