প্রতি বৎসরের ন্যায় এবারও “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পক্ষ থেকে স্থানীয় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন চত্বরে সোমবার সকাল ১১ ঘটিকায় ৫ শতাধিক অসচ্ছল দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নূরউদ্দিন আহম্মেদ সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং দূর দুরান্ত থেকে যে সমস্ত দু:স্থ্য মানুষেরা শীতবস্ত্র গ্রহন করতে এসেছেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উক্ত বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব এ্যাড. মাহবুবুর রহমান মাসুম, আলহাজ্ব এওয়াইএম হাসমত উল্লাহ্, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সহ সভাপতি আঃ কুদ্দুস আজাদ, হাজী রমজানুল রশীদ, কুতুব উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, এস এম শাহ্ আলম সিকদার, শফিকুল ইসলাম খান, আনোয়ার হোসেন দেওয়ান, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, মহিলা বিষয়ক সম্পাদক খোদেজা খানম নাসরিন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মুস্তাকিম শিপলু।
বক্তাগণ বলেন নারায়ণগঞ্জের দু:স্থ মানুষের পাশে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন প্রতি বৎসরের ন্যায় এবারও নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে। বক্তাগণ সমাজের বিত্তবানদের প্রতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান। ব
ক্তাগণ দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ তোফাজ্জল হোসেন আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জান্নাতবাস কামনা করেন ও তার সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুজ্জামান জামান, যুগ্ম সম্পাদক আলহাজ্ব লোকমান আহম্মেদ, আবুল সরদার, হাজী আঃ সাত্তার ভুট্টু, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, বীরমুক্তিযোদ্ধা হাজী আঃ সামাদ মোল্লা, তোফাজ্জল হোসেন, খম সুলতান, শহীদুল ইসলাম ফয়সাল, ইকবাল হোসেন, উত্তম কুমার পান্ডু, মোঃ হাসান, মোঃ ইয়াকুব, মাহির হাসনাত রিজন প্রমুখ।