দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক ও প্রবীন সাংবাদিক মরহুম তোফাজ্জল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী ও সহ সাধারন সম্পাদক জি.এম. সুমনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, আমরা একজন সাহসি কলম যোদ্ধাকে হারালাম। তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।সে সাথে তার শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, প্রবীন সাংবাদিক তোফাজ্জল হোসেন গত ২৭ ডিসেম্বর রাত ৯টায় ব্রেনস্টোকে আক্রান্ত হয়ে রাজধানী শের ই বাংলা নগরস্থ নিউরো সাইন্স ইনস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুমের নামাজের জানাযা বাদ আছর শহরের ডি আই টি জামে মসজিদে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে কাশিপুর ঈদগাহ ময়দানে ২য় জানাযা অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।