সোনারগাঁওয়ের একঝাঁক কলম সৈনিকের সংগঠন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (পহেলা জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার সোনারগাঁও শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনে ক্লাবের সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান।
অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব আঠারো পেরিয়ে উনিশে পা রাখায় আমি ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী সহ সোনারগাঁও বাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। ১৯ বছরের সাহসী পথচলায় ক্লাবটিকে সবসময় পাশে পেয়েছি আর আমরা ও আগামী পথচলায় পাশে থাকবো।
বিশেষ অতিথি হিসেবে এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মিলন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সোনারগাঁও প্রতিনিধি মাজহারুল ইসলাম রতন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেন বিজয়, যুবদল নেতা রকিব হাসান, দৈনিক কালবেলার সোনারগাঁও প্রতিনিধি রুবেল খান, দৈনিক খবরের কাগজের সোনারগাঁও সংবাদদাতা ইমরান হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।