বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচনে স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরামের মনোনয়নপত্র জমা দিয়েছেন ফহেত মোহাম্মদ রেজা রিপন ও নাজমুল হক প্যানেল।
বুধবার ( ১ জানুয়ারী) দুপুরে শহরের ১নং গেইটস্থ সনাতন পাল লেইন হোসিয়ারী ক্লাব ভবনে নির্বাচন কমিশনের কাছে জেনারেল গ্রুপে ও এসোসিয়েট গ্রুপ পদে তারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় জেনারেল গ্রুপে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নাজমুল হক, মোঃ লুৎফর রহমান, বাবুল চন্দ্র দাস, সুশান্ত পাল চৌধুরী, মোঃ আওলাদ হোসেন, মো. আবুল বাশার বাসেত, মো. দিদার খন্দকার ও এসোসিয়েট গ্রুপে মনোনয়নপত্র জমা দেন মো.মাসুদ রানা, নারায়ণ চন্দ্র মজুমদার, মোঃ মোক্তার হোসেন, মো. মাসুম মোল্লা, মো. ফারুক আহম্মেদ, ইবনে মোহাম্মদ আল কাওছার, মো. আনোয়ার হোসেন।
উল্লেখ্য, ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোসিয়ারী ক্লাব ভবনে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করা হবে। ৩১ ডিসেম্বর থেকে ১জানুয়ারি দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা হবে এবং ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে।
১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হবে এবং ৩ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোসিয়ারী কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ চলবে।