নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৯ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন, প্রার্থীদের মতবিনিময় ও প্রার্থীতা পরিচিতি সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১১, ২৮ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন, প্রার্থীদের মতবিনিময় ও প্রার্থীতা পরিচিতি সভা

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও প্রার্থীতা পরিচিতি সভা করেন প্রার্থীরা। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নয়ামাটি এলাকায় ব্যবসায়ীদের সাথে এ মতবিনিময় ও প্রার্থীতা পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 

মত বিনিময় সভায় বক্তব্যে বদিউজ্জামান বদু বলেন, হোসিয়ারী মালিক ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদাবাজী সন্ত্রাসী করলে রেহাই পাবে না। আপনাদের কাছে অনুরোধ আমার প্যানেলে ভোট দিলে আমরা জয়যুক্ত হবো। আমার প্যানেল বিজয়ী হলে ভোটারদের আমি বিনা খরচে পিকনিকে নিয়ে যাবো। হোসিয়ারি ব্যবসায়ীরা যত রাতই হবে যখনই বিপদে পরবেন আমাকে ডাকলে আমি আপনাদের পাশে ছিলাম পাশে থাকবো।

ফ্যামিলির জন্য কমিউনিটি সেন্টার ফ্রি করবো। ছিনতাই চাঁদাবাজি যেন না হয় ফজরের নামাজ পড়ে ছিনতাইকারীদের খুঁজেছি। হোসিয়ারী ব্যবসায়ীদের কাছ থেকে কোন চাঁদা নিতে পারবে না। আমি যা কিছু করবো হোসিয়ারী মালিক ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবো। 

এসময় প্রাথীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ-আলহাজ্ব বদিউজ্জামান বদু, আব্দুর সবুর খান সেন্টু, মনির খান, দুলাল মল্লিক, আতাউর রহমান, মো,মিজানুর রহমান, আলহাজ্ব মনির হোসেন, মো.শাহীন, আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, পারভেজ মল্লিক, এসোসিয়েট-সাঈদ আহমেদ স্বপন, নাসির শেখ, মো.বিল্লাল হোসেন,অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ। 

এ সময় প্রাথীরা ব্যবসায়ীদের মতামতের ভিক্তিতে নির্বাচন করা প্রশয় দেন। উল্লেখ্য, আগামী ৩ ফেব্রয়ারী বাংলাদেশ হোসিয়ারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করার হবে। ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করা হবে এবং ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হবে।  
 

সম্পর্কিত বিষয়: