ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ মাদরাসা শেষ মাথা এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় বৃহত্তর পশ্চিম দেওভোগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে প্রায় ৫ শতাধীক দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ শেষে পঞ্চায়েত কমিটির সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ্ খোকন বলেন, মানবতার কল্যানে পশ্চিম দেওভোগ পঞ্চায়েত কমিটির পথচলা।
সব সময় অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে চেষ্টা করে এ পঞ্চায়েত কমিটি। প্রতিবছর অসহায় শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরও বড় পরিসরে ভবিষ্যতে মানুষের সেবার করার তৌফিক দান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক শওকত আলী, উপদেষ্টা আলহাজ¦ লুৎফর রহমান ও বাবুল মিয়াসহ আরও অনেকে।