নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

আনন্দধামের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১১, ২১ ডিসেম্বর ২০২৪

আনন্দধামের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

আনন্দধামের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী নারায়নগঞ্জের ইডেন থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়েছে। জামকালো এই অনুষ্ঠানে আনন্দধামের বর্তমান ও সাবেক কর্মকর্তা বৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেনী ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফ ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল কাইয়ুম আল আমিনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে কর্মসূচীর মধ্যে ছিলো পারস্পরিক সৌহার্দ্য বিনিময়, পুরাতন ও নতুনদের মিলন মেলা, স্মৃতি চারন, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের আলোচনায় অংশগ্রহণ ও কেক কাটা।  

দ্বিতীয় পর্বে আনন্দধামের সাহিত্য পরিষদের সভাপতি রোমান্টিক কবি না:জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি এনামুল হক প্রিন্সের রচিত কাব্য গ্রন্থ “জোছনা ছুয়ে যায়”  বইয়ের মোড়ক উন্মোচন। সর্বশেষ পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের খাবার পরিবেশন। 

অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কর পরিদর্শক জনাব লোকমান আহমেদ,  দৈনিক অগ্রবানীর সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব স্বপন চৌধুরী, বিশিষ্ট সমাজহিতৈষী রাজনীতিবিদ কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার, সমাজসেবা নারায়নগঞ্জের ডিডি জনাব মো: শহিদুল্লাহ প্রমুখ। 

সাংস্কৃতিক পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক ও প্রকাশক  আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি জনাব বিল্লাল হোসেন রবিন, কার্যকরী সদস্য মাহফুজুর রহমান ও স্থায়ী সদস্য জনাব নাহিদ আজাদ, আনন্দধামের প্রারম্ভিক প্রতিষ্ঠাকালীন সভাপতি রোটারিয়ান এম তাজিমুল ইসলাম,  বিশিষ্ট সমাজহিতৈষী নাট্যকার সাব্বির আহমেদ সেন্টু, হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের সভাপতি ইকবাল আহমেদ, বিশিষ্ট কবি জাহাঙ্গীর ডালিম প্রমুখ। 

এখানে উল্লেখ্য যে আনন্দধাম   একটি সম্পুর্ন অরাজনৈতিক, অসাম্প্রদায়িক সেচ্ছাসেবী সমাজকল্যাণমুখী সংগঠন।

এই সংঠনের মুল উদ্দেশ্য হচ্ছে এই সংগঠনের যারা সদস্য হবে তারা   পারস্পারিক সহযোগীতার মাধ্যমে  নিজেদের  মৌলিক অধিকার নিশ্চিতকরনে, নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ও মননশীল বিকাশের মাধ্যমে  সমাজের কল্যাণ সাধনে সদা সর্বদা  সচেষ্ট থাকবে।

সেই সাথে এই সংগঠন তার কর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে সংগঠনের সদস্যদেরকে সমাজ ও রাস্ট্রের নাগরিক হিসেবে রাস্ট্র ও সরকারের পাশাপাশি মানুষের যে মৌলিক অধিকার অন্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, ও বাসস্থান  এইগুলু  নিশ্চিতকরনে, নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও মননশীল বিকাশের মাধ্যমে  সমাজ ও রাস্ট্রের কল্যাণ সাধনে সদা সর্বদা  সচেষ্ট রাখবে।

আনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দধামের আজিজুল ইসলাম বাবু, মো: শাহ আলম, মতিউর রহমান মুক্তি, বাবু শ্যামল দত্ত, বিশ্বজিৎ সাহা, বিপ্লব ঘোষ, ডা: অমল মন্ডল, মজিদ মৃধা,  ইলিয়াস মামুন,বাবু শিকদার, খোকন গাজী,মো: মুজাহিদ, রাইহান আহমেদ ভুইয়া, মো: সেলিম প্রমুখ।

সম্পর্কিত বিষয়: