নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে পরিবর্তন আনা সম্ভব নয় : শামসুল ইসলাম 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০১, ২০ ডিসেম্বর ২০২৪

শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে পরিবর্তন আনা সম্ভব নয় : শামসুল ইসলাম 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ. ন. ম. শামসুল ইসলাম বলেছেন, ১৮ কোটি মানুষের দেশ এই বাংলাদেশ। এদেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী। শতকরা ৬০ ভাগ নিম্নবিত্ত শ্রমজীবী মেহনতী মানুষ।

এই ৬০ ভাগ মানুষকে বাদ দিয়ে দেশে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ ছিলো বলেই দেশে পরিবর্তন এসেছে।  
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন শহরের জামতলা এলাকার হীরা কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।  

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভপতি মো. আব্দুল মোমিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, মহানগনগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবদুল জব্বার ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন, মহানগরী শ্রমিক কল্যাণের উপদেষ্টা ও জননেতা মাওলানা মঈনুউদ্দিন আহমদ, মাওলানা আবদুল কাইয়ুম, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কর্মপরিষদ পরিসদ সদস্য এস এম শাজাহান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সেই সাথে দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য মো. আব্দুল মোমিনকে সভাপতি এবং মো. সোলায়মান হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।