শফিউল আলম সুজনের পিতা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোঃ আজিজুল হক (৬৮) গবৃহষ্পতিবার রাত ৩টায় ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজাবাদ জুম্মা নগরীর উত্তর ইসদাইর বাইতুল মামুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।জানাজা শেষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে (মাসদাইর)মরহুমের দাফন সম্পন্ন হয়।
শফিউল আলমের পিতার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।