জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় ২০২৮ সালের ২৯ ফেব্রুয়ারী পরবর্তী সম্মেলন পর্যন্ত সংস্থার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো: মমিনুর রশিদ শাইন।
গত বুধবার ( ১৮ ডিসেম্বর) সকাল ১০টায় উৎসব মুখুর পরিবেশে ঢাকা মতিঝিলের আকিজ ভবনস্থ সংস্থার প্রধান কার্যালয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নিতী নির্ধারনী পরিষদ সভাপতি মরহুম মুহম্মদ আলতাফ হোসেন মহোদয় এর স্ত্রী মোছাঃ আয়েশা বেগম, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আতিকুর রহমান, উপদেষ্টা সদস্য ও সাবেক মহাসচিব মোঃ আবুল বাশার মজুমদার, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহ সভাপতি মোঃ খায়রুল ইসলাম, মোঃ জামাল হোসেন, আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল, যুগ্ম মহাসচিব সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, মোঃ আব্দুল মজিদ, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, জনকল্যাণ সচিব মোঃ রাসেল ইসলাম জীবন, প্রশিক্ষণ সচিব মোঃ আজিবুল হক পার্থ, পরিকল্পনা সচিব মোঃ সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ বাপ্পি আহমেদ শ্রাবণসহ নেতৃবৃন্দ।