নারায়ণগঞ্জে বীর শহীদদের স্মরনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মরনে সোমবার সকাল ৯ টা নারায়ণগঞ্জ আদর্শ স্কুল প্রাঙ্গণে ন্যাশনাল ডক্টরস ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম বলেন মানবের কল্যাণে কাজ করতে না পারলে পুরো জীবনই বৃথা। তিনি আরো বলেন আমাদের প্রত্যেকের উচিন জীবন সংগ্রামের পাশাপাশি মানবিক কাজ করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আ ফ ম মুশিউর রহমান, ডাক্তার এম এ বাশার, অধ্যাপক ডাঃ মুহাম্মদ জাহাঙ্গীর, প্রফেসর ডাঃ শাহ মুহাম্মদ বুলবুল ইসলাম প্রমূখ।
ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি ডাক্তার আলী আশরাফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও আন-নূর সোসাইটির সভাপতি মাওলানা মঈনুউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়র হোসাইন সহ স্থানীয় সম্মানিত সামাজিক ব্যক্তিবর্গ।
তিনশত সেচ্ছাসেবক নিয়ে ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুহাম্মদ জামাল হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন এইচ এম নাসির উদ্দিন, মাওলানা সাইফুদ্দিন মনির, জাকির হোসাইন, এড মাইনউদ্দিন, ফরিদ আহমেদ, ওমর ফারুক, মাওলানা হাবিবুর সহ মহানগরী কর্ম পরিষদ সদস্য বৃন্দ।