নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪২, ১৫ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস এসোসিয়েশনের ১ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের ৭ টি থানার সকল স্থপতি ও প্রকৌশলী কনসালটেন্টগণের অংশগ্রহণে শুক্রবার বিকালে মেঘনা ভিলেজ এন্ড রিসোর্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার সাহাদাত ই মঞ্জুর বকুল। ১৩ সদস্য বিশিষ্ট কার্যর্বিাহী এ পরিষদ দুই বছরের জন্য গঠন করা হয়েছে। 

এতে সভাপতি পদে সাবেক আহবায়ক স্থপতি মো: নাজমুল ইসলাম সভাপতি পদে বিজয়ী হন। কার্যকরী সভাপতি নির্বাচিত হন মোঃ ঈসরাফিল খাঁন। সহ-সভাপতি নির্বাচন টি এম মাহবুবুল ইসলাম এবং রায়হান মিয়া রনি।

নির্বাচিত অন্যান্যরা হলেন- সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম (সাদিক), সহ-সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মোঃ সোলায়মান, অর্থ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ রুবেল মিয়া, প্রচার ও প্রচারনা বিষয়ক সম্পাদক মোঃ শাহীন, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মাহিদুর রহমান মুসা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ বিপ্লব। 
 

সম্পর্কিত বিষয়: