বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাহী কমিটি ২০২৫-২৬ গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টায় চাষাড়াস্থ শহীদ মিনার সংগল্ন এসোসিয়েশনের কার্যালয়ে সকল সদস্যগনের উপস্থিতিতে সর্বস¤মতিক্র শাখার নির্বাহী কমিটি ২০২৫-২৬ গঠন করা হয়।
সংগঠনের সাবেক তিনজন সভাপতি তাপস সাহা, মাহমুদ হাসান কচি ও হাজী হাবিবুর রহমান শ্যামল কমিটি গঠন প্রক্রিয়া পরিচালনা করেন। সভাপত্বি করেন শাখার সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী।
এসময় সাবেক সভাপতি তাপস সাহা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের সংগঠনের সুনাম অর্জন হয়েছে ও একটি স্থায়ী কার্যালয় হয়েছে। সংগঠনের কেউ এমন কোন কাজে স¤পৃক্ত হবেন না যেন সংগঠনের মর্যাদা নষ্ট হয়।
সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি বলেন, নতুন কমিটি গঠন হয়েছে সকল ভেধাভেদ ভুলে গিয়ে সংগঠনের কাজ সফল করার জন্য, সকলের সম্মিলিত প্রচেষ্ঠা থাকতে হবে।
সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল বলেন, জন্ম হউক যথা কর্ম হউক ভালো। সকলে কাদে কাদ মিলিয়ে কাজ করবো, সামনে এগিয়ে যাবো।
সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম বলেন, অসমাপ্ত কাজ গুলো স¤পন্ন করার সুযোগ দিয়েছেন তাই সদস্যদের প্রতি কৃতজ্ঞ। উন্নয়নের সার্থে সকল সদস্যদের সহযোগী লাগবে।
সভাপিত মো. এনামুল হক সিদ্দিকী বলেন, আমাকে পুনরায় নির্বাচিত করায় মহান আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই। সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখতে কঠোর থাকবো। ফটো সাংবাদিকতায় মান উন্নয়নে এবার অনেক কর্মসুচী হাতে নেয়া হবে।
পরে তিনি সকলের পক্ষ থেকে তিনি ১১ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষনা করে।
নব নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির সদস্যরা হলেন, সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী, সহ সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, যুগ্ম সাধারন স¤পাদক হাসান উল রাজিব, সাংগঠনিক স¤পাদক বিশাল আহমেদ, অর্থ স¤পাদক মো. কাইয়ুম খান, প্রচার স¤পাদক মো. শহিদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক স¤পাদক মাহবুবুর রহমান খোকা, নির্বাহী সদস্য-১ মাহমুদ হাসান কচি, নির্বাহী সদস্য-২ কে এইচ মিলন ও নির্বাহী সদস্য-৩ মোক্তার হোসেন।
আরও উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সাবেক সাধারণ স¤পাদক মনিরুল ইসলাম সবুজ, সাবেক সাংগঠনিক স¤পাদক মেহেদী হাসান সজিব, সাবেক সাংগঠনিক স¤পাদক আরিফুর রহমান জয়, সাবেক অর্থ স¤পাদক কাজী আলমাছ, সাবেক ক্রীড়া স¤পাদক সোহেল রানা ও সদস্য দিনার মাহমুদ।