নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১২ ডিসেম্বর ২০২৪

ডাইলপট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন কমিটির পরিচিতি সভা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৬, ৯ ডিসেম্বর ২০২৪

ডাইলপট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন কমিটির পরিচিতি সভা

ডাইলপট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং ৪০৯৪) এর আহবায়ক কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার  ( ৯ ডিসেম্বর )  বিকেলে নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় ডাইলপট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাইলপট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন এর প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ। 

প্রধান অতিথির বক্তব্যে মাজারুল ইসলাম জোসেফ বলেন, শ্রমিকদের কল্যানে নিজেদের নিয়োজিত করেন। শ্রমিক সংগঠন গুলা নিজের পায়ে দাঁড়াবে  সেটাই আমার চাওয়া। শ্রমিকদের নির্যাতনের বিরুদ্ধে সব সময় আমরা সোচ্চার ছিলাম সোচ্চার থাকবো। আজকের এই আহবায়ক কমিটিকে আমার সকলে মিলে সহযোগীতার মাধ্যমে অবশ্যই এগিয়ে নিতে হবে। 

তিনি আরো বলেন, বিগত ১৬ টি বছর স্বৈরাচার শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে। বর্তমানেও ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র বন্ধের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ভয়মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ডাইলপট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন এর আহবায়ক আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ডাল ও ভূষামাল ব্যবসায়ী মালিক গ্রুপ সভাপতি মোঃ শারফুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ট্রাক কভার ভ্যান ও ট্যাকংলরী মালিক সমিতির সভাপতি মোঃ হারুন উর রশিদ বাবুল, নিতাইগঞ্জ খুচরা ও পাইকারি তেল চিনি সমিতির ইউনিয়ন সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন, মিজানুর রহমান টুলু, লুৎফর রহমান মিন্টু প্রমুখ। 

ডাইলপট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন এর আহবায়ক আব্দুর রহমান ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর সহ ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে বাকি সদস্যরা হলেন, মোহাম্মদ রফিক, মোহাম্মদ মাহাতাব,মোঃ আক্তার ভান্ডারী, মোহাম্মদ সারোয়ার, মোঃ মুসা, মোঃ সোহেল, মোঃ অলি, মোঃ ঠান্ডু, হারুন, মামুন, মজিবর, ফয়সাল আহমেদ হৃদয় প্রধান, নয়ন।
 

সম্পর্কিত বিষয়: